ট্রেনের শৌচাগারের সামনে আইজলের ফুটবলাররা

কলকাতা, ১৩ ফেব্রুয়ারিঃ  আইজল এফসির সাফল্যে মুগ্ধ হয়ে ফুটবল প্রেমিরা এই ক্লাবটিকে ডাকেন ‘ভারতের লেস্টার সিটি’ বলে। সেই আইজলেরই অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলারদের যেভাবে কলকাতা থেকে ট্রেনে করে ফিরতে হল, তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে ফুটবল মহলে।

গোয়ায় নাইকি প্রিমিয়াম কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আইজলের অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। সেমিফাইনালে মির্নাভা পঞ্জাব এফসির কাছে হেরে যায় তাঁরা। গোয়া থেকে প্রথমে ট্রেনে করে কলকাতায় আসেন ফুটবলাররা। কলকাতা থেকে গুয়াহাটির ট্রেন ধরেন তাঁরা। কলকাতা থেকে গুয়াহাটিগামী ট্রেনে একসঙ্গে এতজনের  টিকিট কনফার্মড না হওয়ায় কনফার্মড টিকিট ছাড়াই ট্রেনে উঠেছিলেন ফুটবলার। সিট না পেয়ে গোটা ট্রেন সফরে শৌচাগারের সামনের মেঝেতে বসেছিলেন তাঁরা। রাতে মেঝেতে বসেই ঘুমে ঢুলে পড়েন অনেকেই। চলন্ত ট্রেনে আইজল ফুটবলারদের এই দুর্দশার ছবি ক্যামেরাবন্দি করেন এক যাত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ElUrVG

February 13, 2018 at 05:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top