ক্রিকেট দলের অধিনায়ক হওয়া খুব সহজ ব্যাপার না। দলকে নেতৃত্ব দেওয়া, চাঙ্গা রাখার পাশাপাশি অনেক মজার কাজও করতে হয় অধিনায়কদের। গত বছর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ অধিনায়ক মাশরাফিকে দেখা গিয়েছিল পেসার শফিউল ইসলামের দাড়ি ট্রিম করে দিতে। এবার ভারত অধিনায়ক বিরাট কোহলিকে দেখা গেল অন্য এক ভূমিকায়। আরও পড়ুন: ফর্মহীন সাব্বির আর জীর্ণ পরিসংখ্যানের ইমরুল কেন দলে? দেশের একটি দৈনিক পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরকালীন একটি ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল সাইটে। ছবিটিতে দেখা যাচ্ছে, সতীর্থ ওপেনার শিখর ধাওয়ানকে চাঙ্গা করতে মাথায় ম্যাসাজ করে দিচ্ছেন কোহলি। দৃশ্যটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টি-টোয়েন্টির দিনের। সেদিন চোটের কারণে কোহলি মাঠে না নামলেও ড্রেসিংরুমে ঠিকই পালন করে গেছেন দায়িত্ব। সেখানে আরও বলা জানানো হয়েছে, একেবারে পেশাদার ফিজিওদের মতো দুহাতে হরেক রকম কায়দায় মালিশ করে দিতে দেখা যায় কোহলিকে। কেপটাউনের সেই দৃশ্য ভাইরাল হতেই টুইটারে কোহলি অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন অধিনায়ক কোহলি তার দলের ক্রিকেটারদের থেকে সেরাটা আদায় করে নিতে সবকিছু করতে প্রস্তুত। এটাই সেরা অধিনায়কদের লক্ষণ। এর আগে গত বছর ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধর্মশালা টেস্টে দলে না থাকলেও ওয়াটার বয় হিসেবে মাঠে পানি টানতে দেখা গিয়েছিল কোহলিকে। সেই তুলনা টেনে অনেকই লিখেছেন, অধিনায়ককে তো এমনই হতে হবে। সব ভূমিকাতেই সেরা থাকতে হবে। অধিনায়ক কোহলি এই জায়গায় শতভাগ সফল। একই কারণে এখনও মাশরাফির অভাব অনুভব করে বাংলাদেশ টি-টোয়েন্টি আর টেস্ট দল। সূত্র: বিডি২৪লাইভ আর/০৭:১৪/২৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2GN0G5M
February 27, 2018 at 01:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top