ছাত্রদল নেতা শিমু হত্যা: কাজী মেরাজসহ তিন আসামী কারাগারে

ডেস্ক রিপোর্টঃ ছাত্রদল নেতা আবুল হাসনাত শিমু হত্যা মামলায় আরেক ছাত্রদল নেতা কাজী মেরাজসহ তিন জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ, ছাত্রদলকর্মী ইমাদ উদ্দিন ও দেওয়ান জাকি সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে জানান এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বেনু চন্দ্র দেব।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত শিমুকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেলেই মারা যান শিমু।

শিমু নগরের আরামবাগ এলাকার ২২ নম্বর বাসার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে বিবাহিত শিশু জান্নাত নামে ৫ বছরের এক কন্যা সন্তানের জনক।

হত্যাকাণ্ডের প্রায় ৫২ ঘন্টা পর ৩ জানুয়ারি রাতে শিমুর মামা তারেক আহমদ লস্কর বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় মহানগর ছাত্রদল নেতা নাবিল রাজা চৌধুরীকে প্রধান আসামী করে দায়ের করা মামলায় ২০/৩০ জনকে আসামী করা হয়েছে। মামলায় মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মেরাজ, ইমাদ উদ্দিন এবং দেওয়ান জাকিকেও আসামী করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2F97qh6

February 27, 2018 at 02:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top