করিমুলের হাসপাতালে শয্যা

ক্রান্তি, ১৪ ফেব্রুয়ারিঃ ক্ষুদ্র চা চাষি স্বনির্ভর গোষ্ঠী পদ্মশ্রী করিমুল হকের স্বপ্নের হাসপাতালের জন্য শয্যা দেবে। সংগঠনের জেলা সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী একথা জানিয়েছেন। বুধবার রাজাডাঙ্গার কাঁঠালগুড়ি মাদ্রাসায় আয়োজিত এক  কর্মশালায়  তিনি এই ঘোষণা করলেও কতগুলো শয্যা দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়। চা পর্ষদের  সহযোগিতায়  আয়োজিত এই কর্মশালায় আমন্ত্রিত করিমুল এদিন বক্তৃতা দেন। রাজাডাঙ্গা ক্ষুদ্র চা চাষি স্বনির্ভর গোষ্ঠীর তরফ থেকে তাঁকে এদিন সংবর্ধনাও দেওয়া হয়। তিনি সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেছেন।

সংবাদদাতাঃ নন্দদুলাল দাস

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EpECxg

February 14, 2018 at 05:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top