মুম্বাই, ০২ ফেব্রুয়ারি- নানা জটিলতা পেরিয়ে গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর অভিনীত বহুল আলোচিত ছবি পদ্মাবত। মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে ছবিটি। প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়েছে। সিনেমাটি মুক্তি দেয়া নিয়ে এখনো বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। এরই প্রেক্ষিতে কয়েকটি রাজ্যের বেশ কিছু সিনেমা হলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে প্রথম সপ্তাহ পার করেছে পদ্মাবত। ভারতীয় বক্স অফিসে ছবিটির আয় ১৫০ কোটি রুপি। এ ছাড়া দেশের বাইরে যোগ হয়েছে আরও ৭৬ কোটি রুপি। ২৪ জানুয়ারি মুক্তির আগের দিন সিনেমাটির বুকিং মানি ছিল ৫ কোটি রুপি। ২৫ জানুয়ারি মুক্তির প্রথম দিনে আয় ১৯ কোটি, ২৬ জানুয়ারি ৩২ কোটি, ২৭ জানুয়ারি ২৭ কোটি, ২৮ জানুয়ারি ৩১ কোটি, ২৯ জানুয়ারি ১৫ কোটি, ৩০ জানুয়ারি ১৪ কোটির রুপি আয় করেছে পদ্মাবত। আরও পড়ুন: বিয়ের জন্য মনের মতো কাউকে খুঁজে পাচ্ছেন না প্রিয়াঙ্কা মালিক মুহাম্মদ জায়সির লেখা পদ্মাবত মহাকাব্যের ওপর ভিত্তি করে পদ্মাবত সিনেমার কাহিনি তৈরি হয়েছে। এতে রানি পদ্মিনীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। আলাউদ্দিন খিলজি ও রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং ও শহিদ কাপুর। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/০২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DZ38Jc
February 03, 2018 at 12:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top