শিশু শিক্ষা নিকেতনে শিক্ষকদের বিদায় সংবর্ধণা

চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বনামধন্য কিন্ডার গার্টেন ‘শিশু শিক্ষা নিকেতন’ এর সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ মনসুরা বেগম ও সহ-অধ্যক্ষ বেগম নিলুফার বানুকে বিদায় সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার সকালে শহরের কাঠাল বাগিচাস্থ প্রতিষ্ঠানের চত্বরে এই বিদায় সংবর্ধণা দেয়া হয়।
‘শিশু শিক্ষা নিকেতন’ এর সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ‘শিশু শিক্ষা নিকেতন’ এর অধ্যক্ষ সুফিয়া সুলতানা, ‘শিশু শিক্ষা নিকেতন’ এর সম্পাদক মনিম উদ দৌলা চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনসুরা বেগম, পরিচালনা কমিটির সদস্য মেসবাহুল জাকের, অবসরপ্রাপ্ত সহ-অধ্যক্ষ বেগম নিলুফার বানু, পরিচালনা কমিটির সদস্য এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ (অব.) সাইদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল হান্নান, শফিকুল আলম ভোতা, অব. কলেজ শিক্ষক শাহআলম, মোয়াজ্জেমা হক, এনামুল হক তুফানসহ নিকেতনের শিক্ষক আনিসুর রহমানসহ অন্যান্য শিক্ষকগণ, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও অভিভাবকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বিদায়ীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন উপহার তুলে দেয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।  ১৯৮২ সালে মরহুম আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের ঐকান্তিক প্রচেষ্ঠায় ও বর্তমান পরিচালনা কমিটির প্রচেষ্টায় বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে প্রতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে ‘শিশু শিক্ষা নিকেতন’ এ প্রায় ৩’শ শিক্ষার্থী রয়েছে। আগামীতে সুনামের সাথে প্রতিষ্ঠান পরিচালনার জন্য অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০২-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2ER2H4j

February 24, 2018 at 12:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top