টরন্টো, ২৩ ফেব্রুয়ারি- একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে টরন্টোর ড্যানফোর্থে নির্মিত অস্থায়ী শহিদ মিনারে মানুষের ঢল নামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন এবং ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের সদস্যরা রাত ১২ টায় শহিদ বেদিতে ফুল দিতে আসেন। শুরুতে রাত ১২টা ১ মিনিটে টরন্টোর মেয়র জন টরি ফুল দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান। এরপর একে একে শ্রদ্ধা জানান বাংলাদেশি অধ্যুষিত স্কারবোরো সাউথওয়েস্ট এর এমপি বিল ব্লেয়ার, বিচেস-ইস্ট ইয়র্ক এর এমপি ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ, সাবেক মন্ত্রী মারিয়া মিন্না, বিচেস-ইস্ট ইয়র্ক এর এমপিপি আর্থার পটস, ওয়ার্ড কাউন্সিলর জ্যানেট ডেভিস। তাঁদের শ্রদ্ধা জানানোর পরই শহিদ মিনারের বেদি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় শহিদ মিনারে মানুষের ঢল নামে। একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা ভাষা শহিদদের শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানাতে আসেন নন্দন টিভি, জালালাবাদ এসোসিয়েশন, কানাডা বঙ্গবন্ধু পরিষদ, টরন্টো থিয়েটার ফোকস, ওবিসিএস, টাঙ্গাইল জেলা এসোসিয়েশন, টাঙ্গাইল সমিতি কানাডা, লাইট হাউস, বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সোসাইটি, হবিগঞ্জ জেলা এসোসিয়েশন, এনডিপি থেকে স্কারবোরো সাউথওয়েস্ট এর এমপিপি নির্বাচনে পদপ্রার্থী ডলি বেগম, মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, ময়মনসিংহ সমিতি, আবাকান, কানাডা আওয়ামী লীগ, কানাডা বিএনপি, অন্টারিও আওয়ামী লীগ, সিটি আওয়ামী লীগ, আওয়ামী লীগ অব কানাডা, কানাডা ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডা ইনক, চট্টগ্রাম এসোসিয়েশন অব কানাডা, বাংলাদেশ কানাডা হিন্দু কালচারাল সোসাইটি, বাংলাদেশ কানাডা হিন্দু মন্দির, সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন, বুয়েট এলামনাই এসোসিয়েশন কানাডা, কানাডা মহিলা আওয়ামী লীগ, বৃহত্তর রংপুরবাসী কানাডা, বিয়ানীবাজার সোশাল এন্ড কালচারাল সোসাইটি অব টরন্টো কানাডা ইনক, সাপ্তাহিক আজকাল, বিসিসিবি, নেত্রকোনা সমিতি টরন্টো, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা, কুয়েট এলামনাই, উদীচী শিল্পীগোষ্ঠী অব কানাডা, এসোসিয়েশন অব বাংলাদেশি ফার্মাসিস্ট ইন কানাডা, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডা, গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন, টরন্টো ফিল্ম ফোরাম, কিশোরগঞ্জ জেলা এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা, ঘরোয়া রেস্টুরেন্ট, বাংলাদেশ সোসাইটিসহ আরও অনেক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ। এছাড়া একুশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সর্বজনীন একুশ উদযাপন কমিটির সদস্যরা। ভাষা শহিদদের শ্রদ্ধা জানানোর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেয়র জন টরি। তাঁর বক্তব্যে তিনি বলেন, সকল ভাষা-সংস্কৃতির প্রতি সম্মান জানানোর এখনই সময়। টরন্টোর টেইলর ক্রিক পার্কে একটি স্থায়ী শহিদ মিনার নির্মাণের জন্য টরন্টো সিটি ইতোমধ্যেই জায়গা অনুমোদন দিয়েছে। গত প্রায় ১০ বছর ধরে সর্বাত্মক প্রচেষ্টার ফসল এই শহিদ মিনারের জন্য টরন্টো সিটির কাছ থেকে অনুমোদন। এর জন্য তিনি কাউন্সিলর জ্যানেট ডেভিস এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এসময় তিনি টরন্টোর মেয়র হিসেবে International Mother Language Day Proclamation পাঠ করেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিল ব্লেয়ার এমপি, ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপি, আর্থার পটস এমপিপি, সাবেক মন্ত্রী মারিয়া মিন্না, এবং কাউন্সিলর জ্যানেট ডেভিস। দিনের অন্য সময় বৃষ্টি থাকলেও ভাষা শহিদদের শ্রদ্ধা জানানোর ক্ষণটিতে কোন বৃষ্টি না থাকায় উচ্ছ্বাস প্রকাশ করেন সর্বজনীন একুশ উদযাপন কমিটি ২০১৮ এর আহ্বায়ক সৈয়দ সামছুল আলম। তিনি আগত সকলকে ধন্যবাদ জানান। সর্বজনীন একুশ উদযাপন কমিটি ২০১৮ এর প্রধান উপদেষ্টা দারা আবু জুবায়ের বলেন, টরন্টোতে সুশৃঙ্খলভাবে সকলে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন। এটি অত্যন্ত আনন্দের বিষয়। এরকম সম্মিলিতভাবে বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানগুলো পালন করলে এই কমিউনিটির জন্য ভবিষ্যতেও অনেক কিছু করা সম্ভব বলে মনে করেন তিনি। তথ্যসূত্র: সিবিএন আর/১০:১৪/২৩ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2HEC3tf
February 24, 2018 at 04:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন