ঢাকা, ১০ ফেব্রুয়ারি- অবশেষে ২২৬ রানে দ্বিতীয় ইনিংস শেষ হলো শ্রীলঙ্কা। জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৩৯ রানের পাহাড়। টেস্ট বাঁচাতে আরও আড়াই দিন খেলতে হবে টাইগারদের। যা আপাতদৃষ্টিতে অসম্ভব এবং অবাস্তব। শুরুতেই তামিম ইকবালকে হারিয়ে বড় পরাজয়ের বার্তা দিল বাংলাদেশ। দলীয় ৩ রানেই দিলরুয়ান পেরেরা বলে এলবিডাব্লিউ হয়ে ফিরলেন তামিম (২)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ২০০ রান নিয়ে আজ শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। রোশেন সিলভা ১৪৫ বলে অপরাজিত ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন। সুরঙ্গা লাকমাল (২১) আর রঙ্গনা হেরাথ (০) তাইজুল ইসলামের শিকার হলে ২২৬ রানে অল-আউট হয় শ্রীলঙ্কা। সর্বাধিক ৪ উইকেট নেন তাইজুল। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৩৩৯ রানের। আরও খবর: বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ভারতের মাটিতে! এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ২২২ রানের জবাবে গতকাল প্রথম ইনিংসে ১১০ রানে অল-আউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলার লক্ষ্য সফল হয় শ্রীলঙ্কার। অতিথিদের ঘায়েল করার জন্য তৈরি স্পিন উইকেট বুমেরাং হয়ে দেখা দেয় বাংলাদেশের জন্য। কারণ লঙ্কানরা এমন উইকেটে খেলে অভ্যস্ত। তথ্যসূত্র: কালের কণ্ঠ অনলাইন এআর/১০:৫৮/১০ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2H501gM
February 10, 2018 at 04:58PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন