শিলিগুড়ি থেকে ধৃত আন্তর্জাতিক ড্রাগ পাচারচক্রের মূল চক্রী

শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি থেকে ড্রাগ পাচারচক্রের অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। ধৃতের নাম হরি রায়চৌধুরি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল রাতে শিলিগুড়ি এসএসবি ৮ নম্বর ব্যাটেলিয়ন এবং কলকাতা শাখার নারকোটিক কন্ট্রোল বিউরো যৌথ অভিযান চালায়। ধৃতের কাছ থেকে ৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ট্যাবলেটের মধ্যে মেথামফেটামাইন নামে একধরনের ড্রাগ থাকে। সূত্রের খবর, এই মাদক মায়ানমার থেকে নিয়ে আসা হয়। ভারতে এই ড্রাগ মণিপুর এবং অসম হয়ে শিলিগুড়ি নিয়ে আসা হয়েছে। এরপর শিলিগুড়ি হয়ে কলকাতা থেকে বাংলাদেশে পাচারের ছক কষেছিল হরি এবং তার সহযোগীরা। গতকাল কলকাতায় পাচারের উদ্দেশ্যে যখন শিলিগুড়ির হাকিমপাড়ার একটি নার্সিংহোমের সামনে সে এবং তার সহযোগীর অপেক্ষা করছিল, তখন সেখান থেকে তাকে ধরা হয়েছে। তদন্তে পুলিশ।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2nVb2IM

February 09, 2018 at 01:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top