ময়মনসিংহ, ১২ ফেব্রুয়ারি- সাবিনা ইয়াসমিনবাংলাদেশের ফুটবলপ্রেমীদের মন থেকে নামটি দ্রুত মুছে যাওয়ার কথা নয়। গত ২৬ সেপ্টেম্বর জ্বরে ভুগে অকালে মারা যায় কলসিন্দুরের এই নারী ফুটবলার। মা ফজিলা বেগমের আশা যা ছিল, তা মেয়েকে ঘিরেই। কিন্তু অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে সুযোগ পাওয়া মেয়েকে অকালে হারিয়ে একেবারেই ভেঙে পড়ে তার পরিবার। অকালে চলে যাওয়া সাবিনার দরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবিনার পরিবারের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন তিনি। ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাবিনার জন্য সাহায্য চেয়ে চিঠি পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী পাঁচ লাখ টাকা দিয়েছেন সাবিনার পরিবারকে। তবে টাকাটি থাকবে সঞ্চয়পত্র হিসেবে। ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে। আরও পড়ুন: আমাকে নয়, মাঠের খেলা ভিডিও করুন : রোনালদো সাবিনার মা ফজিলা বেগম প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, স্কুলের ম্যাডাম আমাকে ডেকে টাকার কথা বলেছেন। আজও আমাকে ডাকা হয়েছিল। আমার তো কিছু নেই। এই টাকাটা পেয়ে বড় উপকার হলো। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। সাবিনারা দুই বোন ও এক ভাই। বাবা অনেক আগেই মারা গেছেন। সূত্র: প্রথম আলো আর/০৭:১৪/১৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2svKh3s
February 13, 2018 at 01:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top