সুরমা টাইমস ডেস্ক :: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানতে মানুষের ঢল নামবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। আর এ উপলক্ষে ইতোমধ্যে প্রস্তুতির কাজও শেষ হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। নিরাপত্তা জোরদার করতে দুপুর থেকেই টহল দিতে দেখা গেছে আইন- শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর সদস্যদের। ঘড়ির কাটায় রাত ১২টা ০১মিনিট হওয়ার সাথে সাথেই সিলেটের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে শহীদ ভাষা সৈনিকদের।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সর্বশেষ প্রস্তুতির খবর জানতে সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। সকাল থেকে চলছে ধোয়া মোছার কাজ। শহীদ মিনারের আশেপাশের দেয়ালে পোস্টার, ব্যানার, ফেস্টুন সরিয়ে নিচ্ছেন পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মীরা। এছাড়াও শহীদ মিনারের আশেপাশে ও ভিতরে জমে থাকা ময়লা আর্বজনা পরিস্কার করা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানান দায়িত্বরতরা।শহীদ মিনারের সামনে সিলেট উইমেন্স কলেজের দেওয়ালে আঁকা শহীদদের চিত্রকর্ম ধোয়েমুছে পরিষ্কার করা হচ্ছে।
শহীদ মিনারের তত্ত্বাবধায়ক আফতাব মিয়া সিলেটভিউকে জানান, গতকাল থেকেই শহীদ মিনার পরিষ্কার কাজ শুরু হয়েছে। আজ রাত ১২টা ০১ মিনিটে ভাষা শহীদদের সম্মান জানাতে শহীদ মিনার সম্পূর্ণ প্রস্তুত।
এদিকে, আজ সকাল থেকেই শহীদ মিনার এলাকায় নিরাপত্তা জোরদার করতে কয়েক জন পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ আব্দুল ওয়াহাব সিলেটভিউকে জানান, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা সর্বসাধারণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য অন্য যেকোনও বারের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা অনেক কঠোর থাকবে। যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। আইনশৃংখলা বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে।
সব প্রস্তুতি শেষ। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার। যাদের ইস্পাত কঠিন মনোবল পরবর্তীতে স্বাধীনতার অনুপ্রেরণা পেয়েছিল বাংলাদেশ। এবার সেইসব ভাষা শহীদদের সম্মান জানানোর পালা।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BEV7H9
February 20, 2018 at 01:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন