পরীক্ষার আগে পড়ুয়াদের চাপ কমাতে প্রধানমন্ত্রীর বই

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারিঃ পরীক্ষার চাপ কমিয়ে পড়ুয়াদের জন্য স্বস্তি আনতে এবার কলম ধরলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবিষয়ে লিখে ফেললেন একটি বই। ‘এগ্জাম ওয়ারিয়রস’ নামে এই বইটি আজ আনুষ্ঠানিতভাবে প্রকাশিত হল।

এর আগে প্রধানমন্ত্রীর মাসিক বেতার ভাষণ ‘মন কী বাত’ অনুষ্ঠানে ২০১৫-২০১৭ সাল পর্যন্ত ৩ বছর পরীক্ষার বিষয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তব্য রেখেছেন মোদি। বেশ জনপ্রিয় হয়েছিল সেই ভাষণগুলিও। সেই থেকে ভাবনা এই বইয়ের। নিজের বইয়ে প্রধানমন্ত্রী পরীক্ষায় বসতে চলা ছাত্রছাত্রীদের উদ্দেশে একাধিক টিপস দিয়েছেন। উপায় বাতলেছেন পরীক্ষার সময় চিন্তামুক্ত থাকার।

এই বইয়ে তিনি চাপের মুহূর্তে মানসিকভাবে তেজি থাকার কিছু টোটকা দিয়েছেন। পরীক্ষার্থীদের সাহায্য করতে কী করণীয় সেবিষয়ে তিনি শিক্ষক ও অভিভাবকদেরও পরামর্শ দিয়েছেন। এছাড়া মনঃসংযোগ ধরে রাখতে যোগব্যায়ামের গুরুত্বের কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, পরীক্ষায় বেশি নম্বর পাওয়া নয়, লক্ষ্য হওয়া উচিত জ্ঞানার্জনের।

এই বই চিন্তামুক্ত পরীক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা উত্থাপন করবে। নম্বরের পরিবর্তে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা বোঝাবে। বইটি যুবসমাজের বন্ধু হওয়ার চেষ্টা করেছে। তবে শুধু পরীক্ষার সময় নয়, জীবনের মুখোমুখি হওয়ার ক্ষেত্রেও।

প্রকাশিত বইটিতে নিজের জীবনের উদাহরণ দিয়েছেন তিনি।  প্রথম ২৫টি অধ্যায়ে রয়েছে চাপ দূর করা ও মনকে শান্ত করার ২৫ রকম দাওয়াই।
পরীক্ষার পর কী করা উচিত তা নিয়েও প্রধানমন্ত্রীর সাজেশন আছে বইয়ে। বইটি এই মুহূর্তে ইংরাজি ভাষায় পাওয়া যাচ্ছে। খুব তাড়াতাড়ি অন্য ভাষাতেও উপলব্ধ হবে বলে জানা গিয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ECEVWb

February 03, 2018 at 09:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top