মুম্বাই, ০১ ফেব্রুয়ারি- বিয়ে করবেন কবে? এই প্রশ্ন শুনতে শুনতে ইদানীং বিরক্ত হয়ে গিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অনেকে বলেন, সালমান খানের প্রতি পুরনো প্রেম নাকি তার এখনও সজীব। আর সে কারণেই বিয়ের পিঁড়িতে এখনই বসতে নারাজ তিনি। অনেকে আবার বলেন, আপাতত ক্যারিয়ারকে গুরুত্ব দিচ্ছেন ক্যাট; ফলে সে বিয়েতে রাজি হচ্ছেন না। এ সব জল্পনার মাঝেই আসল কারণ শেয়ার করলেন খোদ ক্যাটরিনা। দিন কয়েক আগেই অভিনেত্রী নেহা ধুপিয়ার আমন্ত্রণে একটি টক শো-এ গিয়েছিলেন ক্যাটরিনা। সঙ্গে ছিলেন এই মুহূর্তে তার সেরা বন্ধু আলিয়া ভাট। সেখানে গিয়ে বিয়ের রহস্য ফাস করেন ক্যাটরিনা। ক্যাটরিনা ও আলিয়ার বন্ধুত্বের রসায়ন ইতিমধ্যেই বি-টাউনে আলোচনার কেন্দ্রে। তাদের একসঙ্গে জিমে যাওয়ার ছবিও ভাইরাল হয়। তা নিয়ে মজা করে আলিয়া বলেন, ক্যাটরিনা জিম ছেড়ে দাও, এ বার পুরুষের ওপর ফোকাস কর। আরও পড়ুন:বিয়ের পিঁড়িতে বসছেন সোনম কাপুর! এই বক্তব্যের ইঙ্গিত কোন দিকে যাচ্ছে তা বুঝতে পারেন ক্যাটরিনা। লাভ লাইফ নিয়ে কথা যখন উঠেছে, পরের প্রশ্নই হবে বিয়ে নিয়ে। অন্তত তার গত কয়েক মাসের অভিজ্ঞতা তাই ইঙ্গিত করছে। তাই নতুন করে কাউকে কোনও প্রশ্ন করার সুযোগ না দিয়েই ক্যাট বলেন, আলিয়া তুমি আগে বিয়ে কর। আমি সেটার জন্যই অপেক্ষা করছি। ক্যাটরিনা এ কথা শোনার পর বলি মহলের একটা বড় অংশের প্রশ্ন, তা হলে কি আলিয়ার বিয়ের জন্য অপেক্ষা করছেন ক্যাটরিনা? প্রিয় বন্ধুর বিয়ে হওয়ার পরেই কি তিনি গাঁটছড়া বাঁধবেন? না! এখনই এর থেকে বেশি মুখ খুলতে নারাজ নায়িকা। সূত্র: সমকাল এমএ/০৪:১৫/০১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BIgALT
February 01, 2018 at 10:22PM
01 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top