ভুবনেশ্বর, ২৭ ফেব্রুয়ারিঃ মহিলাদের ক্ষমতাশালী করার লক্ষ্যে রাজ্যের প্রায় ১৭ লক্ষ ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার ব্যবস্থা করল ওডিশা সরকার। সোমবার থেকে নতুন প্রকল্পটি চালু করেছে সরকার।
‘খুশি’ নামের প্রকল্পটি ঘোষণা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক। বলেন, ‘এই প্রকল্পের অধীনে সরকারি স্কুল ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত ১৭ লক্ষ ছাত্রীদের রাজ্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান করবে।’ পাশাপাশি, বিজু জনতা দল সরকারের পক্ষ থেকে গ্রামীণ মহিলাদেরও স্বল্প মূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে বলে জানান তিনি।
এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এই প্রকল্পটি রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ দ্বারা বাস্তবায়িত হবে। এই প্রকল্পের জন্য প্রতি বছর প্রায় ৭০ কোটি টাকা ব্যয় হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HOKhyN
February 27, 2018 at 02:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন