তরুণ উদ্যোক্তাকে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেবে ফেসবুক


নিজস্ব প্রতিবেদক :: বর্তমান তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে অনেকটাই ফেসবুক নির্ভর। তবে তরুণ উদ্যোক্তারা যোগাযোগের মাধ্যমের পাশাপাশি ফেসবুককে তাদের আয়ের খাত হিসেবে বিবেচনা করেন। প্রযুক্তির অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে অনেকেই অনলাইন ব্যবসায় আগ্রহী হন। কিন্তু কিভাবে শুরুটা করবেন তা বুঝতে পারেন না। আবার অনেকেই ব্যবসা শুরু করলেও সঠিক পরিকল্পনা ও বিপণন (মার্কেটিং) সম্পর্কে ধারণা না থাকায় সফল হতে পারেন না।

অনলাইন ব্যবসায় এসব নতুন কিংবা তরুণ উদ্যোক্তাদের জন্য প্রয়োজন এ খাতের সফলদের গাইডলাইন ও অভিজ্ঞতা। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বুস্ট ইওর বিজনেস (#BoostYourBusiness) নামের একটি প্রকল্প চালু করেছে।

এ প্রকল্পের অধীনে সারাদেশের ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি)র একটি প্রশিক্ষণ কর্মশালা সিলেটেও শুরু হচ্ছে। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এবং সিলেট ওমেন্স চেম্বার এর যৌথ উদ্যোগে আগামী ২৪ ফেব্রুয়ারি তারিখ শনিবার মির্জাজাংগালস্থ হোটেল নির্ভানা ইন এর হল রুমে সকাল ১০.০০ ঘটিকা হইতে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের পেইজকে ব্যাতিক্রমি পেইজে রুপান্তর, পেইজকে দীর্ঘ মেয়াদী পেইজে রুপান্তর,বিষয়বস্তু নির্ভর পেইজ তৈরী, সর্বোপরি ফেইসবুককে ব্যবসার একটি মাধ্যম হিসাবে এবং ব্যবসায় ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে অভিজ্ঞরা জ্ঞান দিবেন।

প্রশিক্ষণ গ্রহনে ইচ্ছুক আগ্রহীদেরকে আগামী ২২ ফ্রেব্রয়ারির মধ্যে এসএমসিসিআই এর অফিস এবং সিলেট ওমেন্স চেম্বার এর অফিসে নির্ধারিত ফরম পুরণ করে নাম তালিকাভুক্ত করতে হবে। আসন সংখ্যা মাত্র ২০০(দুইশত) জন।

ফেসবুকের এই বিজনেস প্রোগ্রাম এলআইসিটি প্রকল্প এবং মাল্টিমিডিয়া কনেটেন্ট এন্ড কমিউনিকেশনসের (এমসিসি) সহযোগিতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের যুগোপযোগি প্রশিক্ষণে দক্ষ করে তুলবে এবং তারা নতুন নতুন ক্রেতা সৃষ্টি ও ব্যবসার প্রসার ঘটিয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ogtUC9

February 19, 2018 at 02:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top