হেলাল’ কে ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার

IMG_20180203_203323_821মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) থেকে :: সিলেটের বিশ্বনাথে দুই সন্তানের জননী লুবনা বেগম (২৫)’কে গলা কেটে হত্যার ১০ দিনেও ঘাতক স্বামী হেলাল মিয়া (৪০) কে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ঘাতক হেলাল মিয়াকে ধরিয়ে দিতে পারলে পরিবারের পক্ষ থেকে ৫০হাজার টাকা একটি আইফোন-সহ পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঘোষণা করেন লুবনা’র ছোট বোনের জামাই মইজপুর গ্রামের মামুন মিয়া। উভয়েই প্রতিবেদকের সাথে মোবাইল ফোনে আলাপকালে এই পুরস্কার ঘোষণা করেন। ঘাতক হেলাল মিয়া উপজেলার জানাইয়া উত্তর মুসলা গ্রামের মৃত জহুর আলীর পুত্র।

গত ২৫ জানুয়ারি গ্রামের তার চাচাতো ভাই মৃত আকরম আলীর পুত্র নুর উদ্দিন (৪৬) এর বাড়িতে তার স্ত্রী লুবনা বেগম (২৫) কে ডেকে নেয়। তখন লুবনা’র মাও সাথে ছিলেন। নুর উদ্দিনের স্ত্রীর সাথে গল্প চলাকালে হেলাল উদ্দিন স্ত্রী লুবনা বেগম’কে একা অন্য একটি ঘরে ডেকে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে গলা কেটে হত্যা করে। হত্যার পর ঘাতক হেলাল মিয়া পালিয়ে যায়। ২৭জানুয়ারি নিহত লুবনা’র লাশের ময়না তদন্ত শেষে পিতার বাড়ি উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামে দাফন করা হয়। এইদিন রাতে তার বড় ভাই কামরুল হুদা বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং(১৪)। কিন্তু মামলা দায়েরের ৬দিন ও খুনের ১০ দিন অতিবাহিত হলেও ঘাতক স্বামী হেলাল মিয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এনিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বাদি পক্ষের মধ্যে দেখা দিয়েছে হতাশার পাহাড়।

এব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সাংবাদিকদের বলেন- হেলাল মিয়াকে গ্রেফতারের জন্য বেশ কয়েকবার অভিযান করা হলেও তাকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2GKbfHq

February 03, 2018 at 09:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top