জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদার (রুমী)। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোমেন, প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন, আল মামুন, আব্দুল গনি, মোতালেব, তাশেম উদ্দিন, বাবুল আকতার, তরিকুল ইসলাম, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক, প্রধান শিক্ষক জোহরা বেগমসহ সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ ও অভিভাবকবৃন্দ। প্রতিযোগিতায় ক্রীড়া ইভেন্ট রয়েছে ৭টি এবং সাংস্কৃতিক ইভেন্ট রয়েছে ৭টি। ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায়ে বিজয়ীদের নিয়ে জেলার ৫ উপজেলার ছেলে ও মেয়ে দল মিলে মোট ১৪০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। লেখাপড়ার পাশাপাশি শিশুর শারীরিক ও মানষিক বিকাশ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৩-০২-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2nYhJe0

February 13, 2018 at 10:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top