বিশ্বনাথে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন দিবস

21.02.18= 2মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) থেকে :: ভাষা আন্দোলনের শহীদের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করতে একুশের প্রথম প্রহরে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শত শত মানুষের ঢল নামে। নানান বয়সের মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে শহীদ মিনার প্রাঙ্গন। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণে প্রথমে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে উপজেলা প্রশাসন। এরপর বিশ্বনাথ প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন, বিশ্বনাথ বন্ধুসভা, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, অফিসার্স ক্লাব, ফারিয়া বিশ্বনাথ, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, বিয়াম ল্যাবরেটরিজ স্কুল, কলেজিয়েট স্কুল, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ, আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ, বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশন, আরডিআরএস বাংলাদেশ, চ্যারিটি রামসুন্দর ৯৮ ব্যাচ’সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সূর্য উদয়ের পর উপজেলা সদর’সহ বিভিন্নস্থানে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরী। উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিভিন্ন প্রকারের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, সেবীধর্মী প্রতিষ্ঠানের স্ব-স্ব উদ্যোগে নানান আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস।

চ্যারিটি ৯৮ রামসুন্দর : মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বনাথে চ্যারিটি ৯৮ রামসুন্দর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রবৃন্দ উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের প্রাক্তন ছাত্র মোহাম্মদ আলী শিপন, আবু শাহাদাৎ মনসুর, জামাল আহমদ, মো. রফিকুল ইসলাম ফিরোজ, বদরুল ইসলাম, শাহাব উদ্দিন, লিটন সিকদার, রাশেদ মোর্শেদ রণি, কাজী নাজমুল হক, আবু বক্কর, সাইদুর রহমান বাচ্চু, সাজু আহমদ, কয়েছ আহমদ, সালা উদ্দিন, দিলদার হোসেন, চুনু মিয়া।

ডেফোডিল এসোসিয়েশন : মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের আয়োজনে গত বুধবার চিত্রাঙ্কক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দশঘর ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত হয়। ডেফোডিল এসোসিয়েশন দশঘর ইউনিয়ন শাখার সভাপতি সুহেব আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জুমন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ডেফোডিল এসোসিয়েশন দশঘর ইউনিয়ন শাখার শিক্ষা সম্পাদক কাওছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য জসিমউদ্দিন জুনেদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান রিপন, সংগঠক ফয়জুর রহমান, জামালউদ্দিন, সমাজসেবক এমাদ খান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম মঞ্জুর, সংগঠক আব্দুর রকিব, ডেফোডিল এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এমদাদ হোসেন নাঈম, কোষাধ্যক্ষ রাজেক আহমদ, শিক্ষা সম্পাদক ইলিয়াছ মিয়া, প্রচার সম্পাদক রাসেল মিয়া, সদস্য কামরান, মসাঈদ আলী রাজন।

এসময় উপস্থিত ছিলেন ডেফোডিল এসোসিয়েশন দশঘর ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক রাহিমুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সুজাত, দপ্তর সম্পাদক রায়হান, কার্যকরী সদস্য সাজন, নাঈম, মুনায়েম, সতি সরকার, জাকির, সাইফুল প্রমুখ। আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ডেফোডিল এসোসিয়েশন দশঘর ইউনিয়ন শাখার কার্যকরী কমিটির সদস্য নাঈম আহমদ। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোতিায় অংশ গ্রহনকারী প্রত্যেককে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

শ্বাসরাম প্রাথমিক বিদ্যালয় : মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত বুধবার বিশ্বনাথ সদর ইউনিয়নের শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ‘হাজী রফিজ আলী হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফরমান আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সুমিত ধর এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম শাকি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারি শিক্ষক তামান্না জাহান, জয়া রানী ভট্রাচার্য্য, ম্যানেজিং কমিটির সদস্য বাহার বেগম, মোছা. নাছিমা বেগম।

এসময় উপস্থিত ছিলেন অভিভাবক শারমিনা বেগম, মায়া বেগম, আরমান আলী, মনির আলী, মামুন আহমদ, রুবি বেগম, খাদেজা বেগম, সেলিনা ইয়াছমিন লিজা, সুরমা বেগম, আয়েশা বেগম, ফাতেমা বেগম, শাহনাজ পারভিন। ভাষা দিবসে ভাষা শহিদ স্মরণে বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী সুরাইয়া আক্তার, ওয়াহিদা মাহমুদা, মৌসুমী দাশ, ঝুমা দাশ গান পরিবেশন করেন।

আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম শাকি ও কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী কয়েছ আহমদ শিপু।

ওয়ান পাউন্ড হসপিটাল : ব্রিটিশ চ্যারিটি প্রতিষ্ঠান ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী সকাল ১০টায় বিশ্বনাথের রামসুন্দর স্কুল মার্কেটে ডাঃ মো. মাহবুব আলী জহিরের চেম্বারে প্রতিষ্ঠানের সিইও এলার্জী বিশেষজ্ঞ ডাঃ মো. শানুর আলী মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (অব.) মো. মঈন উদ্দিন। তাঁর বক্তব্যে বলেছেন, প্রবাসীদের সহযোগিতায় অসহায় জনসাধারনের চিকিৎসা সেবার মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠিত ওয়ান পাউন্ড হসপিটালের মাধ্যমে উপকৃত হচ্ছেন অসহায় গরীবসহ অনেকেই। এ সেবার ধারা অব্যাহত রাখতে হবে এবং সেবার পরিধি আরও সম্প্রসারন করতে হবে। তিনি আরও বলেন, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অসহায়দের ফ্রি চিকিৎসাসেবা একটি প্রশংসনীয় উদ্যোগ।

বিশ্বনাথ বিডি ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক তজম্মুল আলী রাজু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুর রহমান মুসা, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম, লিডিং ইউনির্ভার্সিটির সহকারী অধ্যাপক ডাঃ মো. শিবলী খান, ওয়ান পাউন্ড হসপিটালের ডাইরেক্টর অব মেডিকেল সার্ভিসেস ডাঃ মো. মাহবুব আলী জহির, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. ফারুক মিয়া, ডাঃ মো. মাহমুদুল আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি গীতিকার কবি নজমুল ইসলাম মকবুল।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বলেন, এ ধরনের সেবামুলক কার্যক্রমে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে ডাঃ মো. শানুর আলী মামুন বলেন, চ্যারিটির ডাইরেক্টর অব ফাইনান্স রুমাল আব্দুল্লাহ খান, প্রজেক্ট ডাইরেক্টর সৈয়দ মনসুর আহমদ, ফাইনান্স কনসালটেন্ট এবং লন্ডন কো-অর্ডিনেটর ডেপুটি স্পিকার কাউন্সিলর মো. আয়াছ মিয়া, লন্ডন চীফ কো-অর্ডিনেটর জিএমজি কার্গোর ম্যানেজিং ডাইরেক্টর মো. মনির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. ফারুক মিয়াসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। তাদের ঐকান্তিক সহযোগিতায়ই অসহায় গরিবরা ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে আজ ফ্রি চিকিৎসাসেবা পাচ্ছেন।

শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা শরিফউদ্দিন। এতে বিশ্বনাথের প্রায় দুই শতাধিক গরিব অসহায় রোগীর ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধপত্র প্রদান করা হয়।

দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ : মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বুধবার আলোচনা সভা করেছে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ। দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গনের শহীদ মিনারে পুস্প স্ববক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আরিফ উল্লা সিতাবের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিরঞ্জন কুমার দাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল বসর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিজান, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডাক্তার বিভাংশু গুণ বিভু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আনোয়ার মিয়া, জামালউদ্দিন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছালিক মিয়া, সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজামউদ্দিন, যুবলীগ নেতা আবু খালেদ, ছড়াকার নিরঞ্জন মনি বিশ্বাস, রওনক আহমদ।

সভায় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি ধন মিয়া, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরউদ্দিন, আওয়ামী লীগ নেতা রুশন খান, কুটি মিয়া, যুবলীগ নেতা জুয়েল খান, সুহেল মিয়া, রুহেল আহমদ, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা এমরান আহমদ, আল-মামুন, হাসান আলী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ জাহেদুল ইসলাম জুয়েল। দোয়া পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আরিফ উল্লাহ সিতাব।

ঈসরাইল আলী হেলথ সেন্টার : ‘আলহাজ্ব ঈসরাইল আলী হেলথ সেন্টারের’ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নেছার আলী লিলু ও ইয়াত্তর আলী রুনু সমাজ কল্যাণ ট্রাস্ট ইউকের সার্বিক সহযোগীতায় বুধবার এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

এলাকার মুরব্বী সফর আলীর সভাপতিত্বে ও দশঘর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মুহিত চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী আওয়ামী লীগ নেতা লয়লুছ মিয়া, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, মান্ধারুকা ছুরত মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগ নেতা শহীদুজ্জামান সেলন, জিয়াউর রহমান জিয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল কর্মকর্তা বদরুল আলম চৌধুরী শিপু। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাহেদুর রহমান মিয়াদ ও স্বাগত বক্তব্য রাখেন কুলসুমা বেগম।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে ‘আলহাজ্ব ঈসরাইল আলী হেলথ সেন্টারের’ পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আফছর আলী, প্রবাসী মাহমদ আলী, ধরারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফি উল্লাহ, সাবেক মেম্বার তৈয়ব আলী, এলাকার মুরব্বী আবদুল্লাহ, আপ্তাব আলী, শ্রমিক লীগ নেতা ফিরুজ আলী, যুবলীগ নেতা ইউসুফ আলী, আবদুল করিম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সেলিম মিয়া, সংগঠক সালা উদ্দিন, জাহাঙ্গীর আলী প্রমুখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2HF3rHF

February 22, 2018 at 04:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top