এবার বিছানায় সর্প যুগলের প্রেম……..!

সুরমা টাইমস ডেস্ক::

পরিপাটি করে সাজানো বিছানা। আর তার উপরেই প্রেমলীলায় মত্ত দুই বিষধর সাপ। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তব। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কোলকাতায়। এ খবর জানিয়েছে স্থানীয় এক বাংলা পত্রিকা।

শহরের বেহালার সরশুনা এলাকার একতলা একটি বাড়ি। সাত সকালে ঘরে ঢুকে আঁতকে উঠেন গৃহকর্ত্রী। বিছানার ওপর সাপ। তাও একটি নয়, দুটি। তারা পরস্পরকে জড়িয়ে ধরে প্রেমে মত্ত। নিজেদের জৈবিক চাহিদা মেটানোর জন্য এই বিছানাকে কেন বেছে নিল সেটি এক রহস্য বটে। এই বাড়ির শোয়ার ঘরটির পাশেই ঝোপ রয়েছে। সম্ভবত সেখান থেকেই সাপ দু’টি জানলা দিয়ে বিছানায় চলে আসে এবং কামে লিপ্ত হয়। এই দৃশ্য দেখে বাড়ির লোকেরা ভয়ে ঘর ছেড়ে চলে যায়। দীর্ঘক্ষণ বিছানাতেই থাকে সর্প-যুগল। এরপর তারা একসময় জানালা দিয়েই জঙ্গলে চলে যায়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2GAU23e

February 01, 2018 at 04:17PM
01 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top