থানা থেকে চম্পট ধৃত এসএসবি জওয়ান

ডায়মন্ডহারবার, ২৩ ফেব্রুয়ারিঃ থানা থেকে সহকর্মীদের সাহায্যে পালিয়ে গেলেন খুনের ঘটনায় ধৃত এসএসবি জওয়ান। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের সরিষায়। কেবল অপারেটরের অফিস থেকে আলতাফ জমাদারের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় মোজাম্মেল মণ্ডল এবং এসএসবি জওয়ান দীপককুমার সিং-সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার সকালে ধৃত জওয়ানের সঙ্গে কথা বলার অছিলায় কয়েকজন এসএসবি জওয়ান থানায় আসেন। গোলমালের ফাঁকে সহকর্মীদের সঙ্গে গাড়িতে করেই চম্পট দেন ওই জওয়ান। পুলিশকর্মীরা দৌড়ে গিয়ে তাঁকে ধরার চেষ্টা করেন। গাড়ি নিয়েও ধরার চেষ্টা করা হয়। এখনও খোঁজ মেলেনি সেই এসএসবি জওয়ানের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EMhdud

February 23, 2018 at 01:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top