ভোলাহাটে ১২টি সেলাইমেশিন বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে জেলা পরিষদের অর্থায়ণে অতিদরিদ্রদের মাঝে সোমবার সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। দুপুরে নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সেলাইমেশিন বিতরণ করা হয়।
জেলা পরিষদের সদস্য হোসনে আরা পাখির সভাপতিত্বে সেলাইমেশিন বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা আ’লীগের সহ সভাপতি ইয়াসিন আলী শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আওয়াল, অর্থ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, গোহালবাড়ী ইউপি আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সদর ইউপি ভোলাহাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোনায়েম হক নিখিল, উপজেলা মহিলা লীগ শাখার সভাপতি মুন্সুরা আহমেদ।
 জেলা পরিষদের অর্থায়ণে ১২জন অতিদরিদ্র নারীরর মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৬-০২-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2oAjWfn

February 26, 2018 at 04:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top