বোলারের মাথায় লেগে বল বাউন্ডারি পার হয়ে ছক্কায় পরিণত হয়েছে! এসময় শক্ত আঘাত না লাগায় বড় বাঁচা বেঁচে গেছেন বোলার। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট আসর ফোর্ড কাপ এ ঘটনা ঘটেছে। ঘটনার নায়ক-ভিলেন সাবেক নিউজিল্যান্ড পেসার অ্যান্ড্রু এলিস এবং বর্তমান তারকা ব্যাটসম্যান জিত রাভাল। এলিমিনেশন ফাইনালে অকল্যান্ডের মুখোমুখি হয়েছিল ক্যান্টারবুরি। এই ম্যাচে ১৫৩ বলে ১৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেন অকল্যান্ডের জিত রাভাল। কিন্তু রাভালের এই ইনিংসের চেয়েও বিশ্বব্যাপী আলোচনায় চলে এসেছে তার হাঁকানো একটি ছক্কা! এলিসের করা সেই বলটি এগিয়ে এসে সজোরে হিট করেন রাভাল। স্ট্রেইট ড্রাইভে বল যাচ্ছিল বোলারের মাথার সমান্তরালে। এলিস ঘটনা বুঝতে পেরে সাথে সাথে দুই হাত দিয়ে মাথা ঢেকে বাঁচার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাভালের প্রচণ্ড গতির শট তার মাথায় লেগে লং অফের ওপর দিয়ে চলে যায় সীমানার বাইরে! আম্পায়ার প্রথমে বাউন্ডারি দিলেও পরে ভুল শুধরে ছক্কার সংকেত দেন। দেখুন ভিডিও: সূত্র:বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/২১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Hx0UPo
February 22, 2018 at 12:40AM
21 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top