ঢাকায় বাস চলাচল কম, সড়ক ‘ফাঁকা’

সুরমা টাইমস ডেস্ক::    জিয়া অরফানেজ ট্রাস্ট রায় সামনে রেখে রাজধানীর অভ্যন্তরীণ বিভিন্ন রুটের যাত্রীবাহী বাস চলাচল প্রায় বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল থেকেই এ অবস্থা দেখা গেছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ ছাড়া মোড়ে মোড়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছিলেন।

মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজার যেতে চান বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কামাল মাহমুদ। তিনি জানান, হরতাল-অবরোধে এমন অচলাবস্থার সৃষ্টি হয়। তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও বাস পাননি। ফলে হেঁটেই হওনা হয়েছেন।

এ ছাড়া সদরঘাট থেকে গিয়াসউদ্দিন আজম নামের এক ব্যক্তি জানান, সড়ক ফাঁকা থাকায় গন্তব্যস্থল যেতে অন্যান্য দিনের তুলনায় তাঁর সময় কম লেগেছে।

এ ছাড়া অনেকে বাসা থেকে বেরিয়ে যানবাহন পাচ্ছেন না। গন্তব্যস্থলে না গিয়ে ফিরে যাচ্ছেন। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মনির উদ্দিন পল্টন মোড়ে দাঁড়িয়ে আছেন। জানতে চাইলে তিনি বললেন, ‘স্ত্রী ফোন করে বললেন দ্রুত বাসায় ফিরে যেতে। বসকে বললাম ছুটি চাই। বাসায় ফিরে যাব। তিনিও অফিসে আসেননি। তাই ছুটি নিয়ে ফিরে যাচ্ছি বাসায়। কিন্তু যানবাহন কিছু নেই। হেঁটে হেঁটেই যাবো ভাবছি।’

সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বিভিন্ন সময়ে বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করবেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, মহাখালী, গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতি খুব কম। তবে শ্রমিক নেতাদের অবস্থান নিতে দেখা গেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BgMHpc

February 08, 2018 at 01:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top