আগরতলা, ০১ ফেব্রুয়ারি- সিপিএমের বিরুদ্ধে আক্রমণকে আরও জোরালো করে তুলতে ত্রিপুরার ৮০০ বছরের প্রাচীন মানিক্য রাজবংশের উত্তরসূরি মহারাজা প্রদ্যোত বিক্রম মানিক্য দেব বর্মণের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপি নেতৃত্ব। ত্রিপুরায় দলের পর্যবেক্ষক সুনীল দেওধর মহারাজার সঙ্গে সাক্ষাতের পর জানিয়েছেন, আমাদের উভয়ের কাছেই এ রাজ্যে প্রতিদ্বন্দ্বী একটাই- সেটা হল সিপিএম। যে কারণে আমরা তাঁর কাছে যৌথ ভাবে লড়াইয়ের আবেদন জানিয়েছি। রাজনৈতিক মহলের ধারণা, প্রদ্যোত যদি সত্যিই বিজেপির সমর্থনে অংশ নেন, তাহলে বিজেপি অনেক বেশি শক্তি নিয়ে শাসক দলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপাতে পারবে। তবে মানিক্য বংশের উত্তরসূরিরা দীর্ঘ দিন ধরেই জাতীয় কংগ্রেসের নেতৃত্ব দিয়ে আসছেন। এমনকী বুধবারও প্রদ্যোত স্বয়ং জাতীয় কংগ্রেসের উচ্চ নেতৃত্বের সঙ্গে বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি গিয়েছেন। ফলে তাঁর পক্ষে বিজেপির আহ্বানে সাড়া দেওয়া কতটা সম্ভব হবে, তা সময়ই বলবে। আরও পড়ুন: ত্রিপুরায় প্রায় বিলুপ্ত করবং উপজাতি নয়াদিল্লি থেকেই টুইটারে প্রদ্যোত লিখেছেন, আমি এখন এআইসিসির বৈঠকে যোগ দিয়ে দিল্লিতে আছি। আগরতলায় ফিরে গিয়ে এ ব্যাপারে কথা বলব।সিপিএমের বিরুদ্ধে লড়াই-ই আমাদের কাছে এক মাত্র কর্মসূচি। শাসক দলের অপশাসনের অবসান ঘটানো ছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমাদের নেই। অন্য দিকে সুনীলবাবুও জানিয়েছেন, আমরা আগরতলার রাজপ্রাসাদে গতকাল (মঙ্গলবার) তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছি। সিপিএম এবং মানিক সরকারের ব্যর্থতা নিয়ে আমাদের মধ্যে দীর্ঘ আলোচনাও হয়েছে। আমরা তাঁকে বিজেপি-তে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। বিজেপির দরজা তাঁর জন্য সর্বদা খোলা রয়েছে। তাঁর তরফেও ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলেই মনে হয়। সূত্র: খবর অনলাইন আর/০৭:১৪/০১ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2s34RrJ
February 01, 2018 at 02:21PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন