কলকাতা, ২০ ফেব্রুয়ারি- অবশেষে সিআইডির সঙ্গে দেখা করতে গেলেন ভারতী ঘোষের স্বামী৷ প্রাক্তন আইপিএস অফিসারের স্বামী এমএভি রাজু মঙ্গলবার সকালে সিআইডির তদন্তকারীদের সঙ্গে দেখা করার জন্য ভবানীভবনে হাজির হন৷ সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী৷ এর আগে যদিও সিআইডির তরফে তাঁকে একাধিকবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ কিন্তু তিনি হাজির হননি৷ বারবার এড়িয়ে গিয়েছেন হাজিরা৷ ফলে মঙ্গলবার সকালে ভবানীভবনে তাঁর উপস্থিতি এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল৷ আরও পড়ুন: অস্থায়ী কর্মীদের চাকরি ৬০ বছর পর্যন্ত সুনিশ্চিত, খোলা মঞ্চে খুশির ঘোষণা মমতার এর আগে যখন ভারতী ঘোষের স্বামীকে ডাকা হয়েছে, তখন তাঁর কাছে কোনও আইনি রক্ষাকবচ ছিল না৷ ফলে তাঁর গ্রেফতারির সম্ভাবনা সেই সময় উড়িয়ে দেওয়া যাচ্ছিল না৷ ওয়াকিবহাল মহলের মত, গ্রেফতারি এড়াতেই সিআইডির সামনে বারবার অনুপস্থিত থাকছিলেন রাজু৷ আরও পড়ুন: প্রেমিকাকে খুন স্বামীর, ফ্রিজে লাশ রাখল স্ত্রী! অতঃপর.... কিন্তু কলকাতা হাইকোর্ট সম্প্রতি জানিয়ে দিয়েছে, এখনই রাজুকে গ্রেফতার করা যাবে না৷ তাই মঙ্গলবার সিআইডি তাঁকে গ্রেফতার করতে পারবে না৷ সেই কারণেই আইনজীবীকে নিয়ে তিনি সেখানে হাজির হয়েছেন বলে মনে করা হচ্ছে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১১:১০/২০ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2HwNgvO
February 20, 2018 at 05:10PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন