বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে চান্দিনা উপজেলা বিএনপির আটক ৬ নেতা-কর্মীর জামিনে মুক্তি লাভ করেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিপান তারা।এর আগে বৃহস্পতিবার কুমিল্লার জেলা দায়রা জজ আদালতের বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিন প্রাপ্ত নেতাকর্মীরা হলেন- কেরনখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল কুদ্দুস মাহিন, বাড়েরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন মেম্বার, শুহিলপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, মাধাইয়া ইউনিয়ন যুবদল সভাপতি কে.এম জামাল, সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল, বাড়েরা ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।
শুক্রবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রয়াত সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম এর ছেলে মো. আতিকুল আলম শাওন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভূইয়া মাস্টার, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাওলানা প্রভাষক আবুল খায়ের, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মো. সহিদুজ্জামান সরকার, প্রবাসী জাতীয়তাবাদী দল নেতা মো. ছোটন ভূইয়া।
from Comillar Khabor – কুমিল্লার খবর http://ift.tt/2Chq9WK
February 24, 2018 at 10:18AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন