কলকাতা, ২৪ ফেব্রুয়ারি- মুকুল রায়ের শক্তি বাড়ানোর পক্রিয়া শুরু করে দিল বিজেপি। তাঁকে সাংসদ করার সিদ্ধান্তে এবার সিলমোহর পড়তে চলেছে। রাজ্যসভার ভোটের দিন নির্ধারিত হওয়ার পরই একপ্রকার নিশ্চিত রাজস্থান বা উত্তরপ্রদেশ থেকে মুকুল রায়ের সাংসদ হওয়া। সেইসঙ্গে তাঁকে কেন্দ্রীয়মন্ত্রী করা হতে পারে বলেও আভাস মিলেছে বিজেপির একাংশের তরফে। মুকুল রায় বিজেপিতে যোগদানের পর থেকেই একটা বিষয় নিয়ে জল্পনা শুরু হয়েছিল যে, তাঁর দলগত অবস্থান কী হবে? কোন পদে আসীন হবেন তিনি? এখনও পর্যন্ত সেই প্রশ্নের উত্তর মেলেনি। মুকুল রায় কোনও পদও পাননি। তাঁর আপাত পরিচয় বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা। তবে সেইসঙ্গে এই বিষয়েই আলোচনা চলছিল যে, তাঁকে সাংসদ করা হতে পারে। করা হতে পারে মন্ত্রীও। কারণ বঙ্গে বিজেপির সংগঠন বাড়াতে সর্বাগ্রে দরকার মুকুল রায়ের ক্ষমতাবৃদ্ধি। সেটা কী উপায়ে হবে, তা-ই ঠিক করতে পারছিলেন না বিজেপির কেন্দ্রীয় নেতারা। এবার রাজ্যসভায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই, তোড়জোড় শুরু হল ভিনরাজ্য থেকে মুকুল রায়কে সাংসদ করে আনার ব্যাপারে। এমনকী তাঁকে কেন্দ্রীয়মন্ত্রীও করা হতে পারে। বিজেপি শীর্ষ নেতৃত্বের এবার টার্গেট বাংলা ও ওড়িশা। ত্রিপুরার লক্ষ্যপূরণ হলেই তাঁরা প্রতিবেশী দুই রাজ্যের উপর ঝাঁপিয়ে পড়বে। বিশেষ করে বাংলার পঞ্চায়েত ভোট ও আগামী লোকসভা ভোটকে পাখির চোখ করে বিজেপির রণকৌশলের কেন্দ্রীয় চরিত্র হলেন মুকুল রায়। তাই বিজেপি মনে করছে মুকুল রায়কে মন্ত্রী করে ভোট ময়দানে নামালে অনেক বেশি ফলপ্রসূ হবে। আপাতত বিজেপি শীর্ষ নেতৃত্ব মুকুল রায়কে সাংসদ করে আনার ব্যাপারটি প্রায় মনস্থ করে ফেলেছেন। আরও পড়ুন: চার সাংসদের এক জনকেও এ বারে মনোনয়ন দেবে না তৃণমূল! এমনকী মুকুল রায়কে মন্ত্রী করা হলে, তাঁকে কোন দফতরে আনা হতে পারে, তা নিয়েও একপ্রস্থ আলোচনা হয়ে গিয়েছে। এ ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কোন দফতর হলে রাজ্যে তাঁর প্রভাব-প্রতিপত্তি বাড়ানো সম্ভব। মুকুল রায়েরও এ ব্যাপারে মতামত নেওয়া হচ্ছে। রাজ্যে বিজেপির প্রভাব বাড়াতে মুকুল রায়ের কৌশলের উপরও তাঁর দায়িত্বপ্রাপ্তি নির্ভর করছে। মুকুল রায়কে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পূর্ণ দায়িত্ব বা রেলমন্ত্রকের ডেপুটি করা হতে পারে। এআর/২০:৫০/২৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EUpVTf
February 25, 2018 at 03:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top