নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ, বিড়ি ধুমপানে অভ্যস্ত, খরচ বাড়িয়ে বিড়ি ধুমপান হতে বিরত রেখে সিগারেট ধুমপানে উৎসাহিত করার প্রতিবাদে এবং অন্যান্য দাবীতে সিলেট জেলা বিড়ি ভোক্তা সমিতির উদ্যোগে রোববার ঢাকা সিলেট মহাসড়কে গোলাবাজারে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিড়ি ভোক্তা সমিতির সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিড়ি ভোক্তা সমিতির সদস্য তোফাজ্জল হোসেন, স্বপন মিয়া, জিয়াউর রহমান, উজ্জল আহমদ, পিয়াস হোসেন, কামরুল ইসলাম, শাহনুর আলম, জব্বার মুনসী, কাওছার শেখ, গিয়াস উদ্দিন প্রমুখ। উক্ত মানববন্ধন সমাবেশে বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, ভারতের ন্যায় বাংলাদেশের বিড়ি শিল্পকে কুটির শিল্পের আওতায় আনা হউক, আগামী বাজেটে বিড়ির উপর কর বৃদ্ধি না করা, বিড়ি কমদামে পাওয়া যায় এমন ব্যবস্থা করা প্রয়োজনীয়। এসব বিষয়ের উপর গুরুতর বিবেচনার জন্য মানবন্ধন সমাবেশ থেকে সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।বিজ্ঞপ্তি
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2HN2Hjq
February 26, 2018 at 04:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন