শিশুরা ভাষার ইতিহাস জানতে শহীদ মিনারে


নিজস্ব প্রতিবেদক :: একুশে ফেব্রয়ারির দিন সকালে অভিভাবকদের সঙ্গে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে অসংখ্য শিশু। মা-বাবার কোলে চড়ে এসেছে অনেকে। অনেকে এসেছে পায়ে হেঁটেও। তারা সবাই এসেছে শহীদদের শ্রদ্ধা জানাতে।

একুশের প্রথম প্রহরেও শহীদ মিনারে এসেছিল অনেক শিশু। তবে দিনের বেলা শ্রদ্ধা জানাতে আসা লোকজনের চাপ কম থাকায় সকালে এসেছে বেশিরভাগ শিশু। অনেক শিশু প্রভাতফেরিতে যোগ দিয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে।

তাদের সাথে আসা অভিভাবকরা বলছেন, ভাষার জন্য শহীদদের আত্মত্যাগের কথা জানাতে ও তাদের প্রতি যাতে শিশুদের মনে শ্রদ্ধাবোধ গড়ে ওঠে, সে জন্য সন্তানদের শহীদ মিনারে নিয়ে এসেছেন তারা। বাবা-মায়ের সাথে আসতে পেরে শিশুরাও বেশ আনন্দিত।

মিরাবাজার থেকে সন্তানদের সাথে করে নিয়ে এসেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ চৌধুরী জয়। তিনি দুই ছেলেমেয়েকে নিয়ে শহীদ মিনারে এসেছেন।

তিনি বলেন, ‘আমি চাই আমার সন্তানরা দেশের ইতিহাস, ভাষার ইতিহাস জানুক। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাবোধ জেগে উঠুক তাদের মনে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Gwdxcf

February 21, 2018 at 02:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top