কলকাতা, ০৬ ফেব্রুয়ারি- রাজ্যে বন্ধ হয়ে গেল তিনটি মেট্রো সম্প্রসারণের কাজ। জোকা-ডায়মন্ড হারবার, নিউ গড়িয়া- বারুইপুর ও নোয়াপাড়া-ব্যারাকপুর, প্রস্তাবিত এই তিন প্রকল্পের সমীক্ষার কাজ আপাতত বন্ধ রাখা হচ্ছে। এছাড়া এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইনের প্রজেক্টে নামমাত্র বরাদ্দ করেছে কেন্দ্র। জানা গিয়েছে, কোথাও জমি মিলছে না বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে হতাশ সাধারণ মানুষ। শহর থেকে মফস্বলের দিকে মেট্রোর সম্প্রসারণ হবে বলেই আশা করেছিল রাজ্যবাসী। তিনটি প্রজেক্টই মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন অনুমোদন করা হয়েছিল। নোয়াপাড়া-ব্যারাকপুর লাইনে বিটি রোডের তলা দিয়ে তিনটি পুরসভার জলের পাইপলাইন গিয়েছে। এই সংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরেই ছিল। রাজ্য সরকার এখনও সমাধান করতে পারেনি। ফলে স্থগিত রাখতে হচ্ছে এই প্রকল্প। সাধারণ বাজেটে এর জন্য কোনও টাকা বরাদ্দ করা হয়নি। এই মেট্রো লাইনের কাজ শুরু হলে দীর্ঘদিন ধরে তিন পুরসভার মানুষ জল পাবেন না। জোকা-ডায়মন্ড হারবার লাইনের প্রধান সমস্যা হল জমি অধিগ্রহণ। মেট্রোর কাজের জন্য প্রচুর পরিমাণ জমি অধিগ্রহণ করতে হবে। কেন্দ্র-রাজ্য বৈঠকের পরও এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। এই কারণে বাজেটে বঞ্চিত এই প্রকল্পটিও। আরও খবর: চিংড়িঘাটার পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে বিকল্প ভাবনা এছাড়াও, মেট্রোর আরও বেশ কয়েকটি প্রকল্পেও বরাদ্দ কমানো হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে গত বাজেটে যা বরাদ্দ ছিল, তার থেকে বেশ কয়েকশ কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। বাকিগুলিতেও খুবই সামান্য টাকা বরাদ্দ করা হয়েছে বলে সূত্রের খবর। তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/২০:১৮/০৬ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BeULqq
February 07, 2018 at 02:16AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন