সিলেটে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে পুলিশসহ ২০জন আহত

সুরমা টাইমস ডেস্ক::

বেগম খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ প্রায় ২০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (০৮ই ফেব্রুয়ারী) বেলা আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজি অটোরিকশাসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়। এছাড়া থেমে থেমে গুলির শব্দও শোনা যায়।

পুলিশ জানায়, রায় ঘোষণাকে সামনে রেখে সকাল থেকেই কোর্ট পয়েন্ট এলাকায় অবস্থান নেয় ছাত্রদল-ছাত্রলীগের নেতাকর্মীরা। রায় ঘোষণার পর পরই সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে ছাত্রদল। এরপর শুরু হয় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ উভয় পক্ষের নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2E9TAr2

February 08, 2018 at 04:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top