প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জেতার পরেই ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছে গিয়েছিল ভারত। এবার ওয়ানডেতে ব্যাটসম্যানদের তালিকাতেও এক নম্বর স্থান ফিরে পেলেন কোহলি। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন যশপ্রীত বুমরাহ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারত শীর্ষস্থানে থাকার পাশাপাশি দুনম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তিনে ইংল্যান্ড, চারে নিউজিল্যান্ড ও পাঁচে অস্ট্রেলিয়া। ভারতের পয়েন্ট ১২২। দক্ষিণ আফ্রিকা সেখানে পাঁচ পয়েন্ট পিছিয়ে ১১৭। দক্ষিণ আফ্রিকায় একের পর এক দুর্দান্ত ইনিংস খেলছেন বিরাট কোহলি। এখন তার সংগ্রহে ৯০৯ রেটিং পয়েন্ট। শীর্ষস্থান পেতে তাই বিশেষ অসুবিধা হয়নি তার। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন ডেভিড মিলার ও বাবর আজম। অন্যদিকে ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ান ডেতে বোলারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন ভারতের পেসার যশপ্রীত বুমরাহ। টেস্ট ও ওয়ান ডে দুই ফর্ম্যাটেই র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেওয়ার পর ভারতের এবার লক্ষ্য টি-২০তেও শীর্ষে উঠে আসা। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/২১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CzSPpx
February 21, 2018 at 03:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top