ঢাকা, ২৩ ফেব্রুয়ারি- অনেকটা হুট করেই সিনেমার নায়িকা বনে গেছেন তানহা তাসনিয়া। ক্যারিয়ারের শুরুতেই নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। আর তার এ যাত্রার শুরুটা হয়েছে ফেইসবুকে। আর সম্প্রতি মুক্তি পেয়েছে ভালো থেকো ছবিটি। আর এই ছবিতে আরিফিন শুভর নায়িকা হিসেবে অভিনয় করেছেন তানহা তাসনিয়া। তার মুক্তিপ্রাপ্ত এই ছবি প্রসঙ্গে কথা বলেছেন তাসনিয়া। সেখানে আরিফিন শুভ ছাড়াও আগের মুক্তিপ্রাপ্ত দুই ছবির নায়ক নিরব ও শাকিব খানকে নিয়েও কথা বলেছেন তিনি। আলাপচারিতায় শাকিব খানের সঙ্গে বন্ধুত্ব সম্ভব নয় বলেও জানিয়েছেন এই নবাগত অভিনেত্রী। তবে কারণ হিসেবে উল্লেখ করেছেন যে, শাকিব খুব বড় মাপের অভিনেতা। নিজের ক্যারিয়ারের নায়কদের প্রসঙ্গে বলতে গিয়ে এই অভিনেত্রী বলেন, ভোলা তো যায় না তারে ছিল আমার প্রথম ছবি। এতে আমি অভিনয় করেছিলাম নিরবের সঙ্গে। তিনি আমার ভালো বন্ধু। শুধু তা-ই নয়, যথারীতি পরামর্শকের ভূমিকায় হাজির হয়েছিলেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কারণ তখন আমি ক্যামেরার কিছুই বুঝতাম না। তানহা বলেন, দ্বিতীয় ছবি ধূমকেতু করলাম শাকিব খানের বিপরীতে। তবে শাকিব খানের সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব নয়। কারণ তিনি সুপারস্টার। তার সঙ্গে কাজ করাটাই আমার মতো নবাগতর জন্য ভাগ্যের ব্যাপার। অবশ্য তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালো ছিল। তিনিও ভীষণ সাহায্য করেছেন। আর ভালো ছবিতে তো আরিফিন শুভর সঙ্গে কাজ করলাম। এক কথায় বলতে পারি, শুভ আমার ভীষণ প্রিয়। তার ভেতর অন্তত খারাপ কোনো মনোভাব নেই। নিজের অভিনীত ভালো থেকো ছবি প্রসঙ্গে অভিনেত্রী তাসনিয়া বলেন, মূল্যায়ন তো করবই। তার আগে বলতে চাই, গত দুই বছর আমার সব ভালো লাগার জায়গাজুড়ে ছিল ভালো থেকো ছবিটি। প্রিপ্রডাকশন থেকে শুরু করে একেবারে মুক্তির আগ পর্যন্ত এ ছবি নিয়েই দিন-রাত পার করেছি। এরপর মুক্তির সময় এ চিন্তা গভীরভাবে ভর করেছে যে, আমি এত দিন পরীক্ষা দিয়েছি, এখন ফল বের হবে। তানহা বলেন, যাহোক, এবার আসা যাক আসল কথায়। নিজের অভিনীত ছবি মূল্যায়ন করাটা সত্যিই ভীষণ ভয় ও চ্যালেঞ্জের। সিনেপ্লেক্সের বাইরে এই প্রথমবারের মতো আমি সনি সিনেমা হলে ছবিটি দেখতে গিয়েছিলাম। যতক্ষণ ছিলাম, তাতে দেখেছি, আশপাশের দর্শক মোটামুটি সাড়া দিয়েছে। এক কথায় সিনেমা দেখার সত্যিকারের যে অনুভূতি তা তখন অনুভব করেছি। তবে যে সাড়া পাওয়ার কথা ছিল তা পাইনি। এর মধ্যে অন্যতম কারণ তখন রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল। ফলে যে পরিমাণ ব্যবসা করার কথা ছিল, তা করতে পারেনি ছবিটি। তবে নবাগত নায়িকা হিসেবে বলতে চাই, যে দেশে ১৬-১৭ কোটি মানুষের বাস, সে দেশে সিনেমা চলে না, এটা মেনে নেয়া কষ্টকর যে আমাদের এখানে ছবি চলে না। আমাদের সমস্যা হলো আমরা পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করতে পারিনি। যদি আমাদের ছবিকে সমর্থন দেই, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ও আমরা শিল্পীরা রক্ষা পাই। আর/১০:১৪/২৩ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Fuq7K0
February 24, 2018 at 05:17AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন