নিজস্ব প্রতিবেদক :: মোবাইল ফোন অপাটেরদের ফোরজির লাইসেন্স হস্তান্তরের পর সিলেটে ফোরজি সেবা চালু করেছে গ্রামীণফোন। আজ সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্টানের মাধ্যমে ফোরজি সেবা চালুর উদ্বোধন করা হয়। গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান কর্মীদের নিয়ে ফোরজি উদ্বোধন উদযাপন করেন। এর মধ্য দিয়ে ইন্টারনেট সেবা জগতে নতুন এক যুগে প্রবেশ করলো সিলেট।
গ্রামীণফোন সিলেট কর্মকর্তারা সিলেটভিউকে জানান, জানায়, আজ সিলেট থেকে ফোরজি সেবা চালু করা হয়েছে। দেশব্যাপী ফোরজি চালু শুরু করার প্রক্রিয়া হিসেবে সিলেটও এ সেবা পেতে যাচ্ছে গ্রামীনফোনের কাস্টমাররা।
তারা জানান, আগামী কয়েকদিনের মধ্যে পুরো সিলেট শহরসহ বিভিন্ন এলাকা ফোরজি কাভারেজের আওতায় আসবে। সিলেটে ৩জির ক্ষেত্রে যেমন উন্নত সেবা দিয়েছিলো গ্রামীনফোন এবারো একই রকম দ্রুতগতিতে ৪জি বিস্তার করা হবে।
ফোরজি সেবা চালু করার সময় গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান বলেন, ‘আজ সিলেটবাসীর সবার জন্য একটি আনন্দের দিন। আমি নিজেও এই এলাকার সন্তান। সিলেট বিভাগকে ডিজিটাল বাস্তবায়নের পথে আনতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে গ্রামীণফোনের সাথে থাকতে পেরে আমি এবং সিলেটবাসী গর্বিত।’
তিনি জানান, ‘আমরা গ্রাহকদের সেরা ফোরজি সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের ফোরজি রোলআউট পরিকল্পনা তা নিশ্চিত করবে।’
গ্রামীণফোন সিম ফোরজি কিনা জানা যাবে যেভাবেঃ গ্রামীণফোন ব্যবহারকারীরা সিমটি ফোরজি কি না তা জানতে *১২১*৩২৩২# ডায়াল করলে ফিরতি এসএমএসে পেয়ে যাবেন তার সিমটি ফোরজি কি না।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2omJoVk
February 22, 2018 at 03:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন