পাহাড়ে চালু হচ্ছে ৮টি নতুন বাস

শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারিঃ  একদিনেই ডেলো ও গরুবাথান ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম(এনবিএসটিসি)। নিগম সুত্রে জানা গিয়েছে, পাহাড়ে চালানোর জন্য শিলিগুড়ি ডিভিশনকে ৮টি নতুন বাস দেওয়া হয়েছে। বাসগুলি শীঘ্রই পাহাড়ে চলাচল শুরু করবে।

নতুন এই ৮টি বাসের মধ্যে দার্জিলিং থেকে জয়গাঁ, কালিম্পং থেকে জয়গাঁ, শিলিগুড়ি থেকে গ্যাংটক রুটে দুটি করে এবং শিলিগুড়ি থেকে ডেলো ও গরুবাথান রুটে একটি করে বাস দেওয়া হবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2okik9l

February 20, 2018 at 03:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top