ঢাকা, ১০ ফেব্রুয়ারি- প্রথম টেস্টে মুমিনুলের জোড়া সেঞ্চুরিতে ড্র করলেও দ্বিতীয় টেস্টে ২১৫ রানের বড় হার দেখেছে টিম-টাইগাররা। অলরাউন্ডার সাকিব আল হাসানকে হারিয়ে কোণঠাসা বাংলাদেশ। আগামী ১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। তাই এই ম্যাচকে সামনে রেখে শনিবার (১০ ফেব্রুয়ারি) সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে ১৫ সদ্যসর দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পাওয়া সাকিব আল হাসানের মাঠে ফেরার দিনক্ষণ নিয়ে যে অনিশ্চয়তা কাটেনি। প্রথম টি-টুয়েন্টিতে তাকে মাঠে নাও দেখা যেতে পারে। সাকিবের আঙুলের সেলাই খোলা হয়েছে শনিবার সন্ধ্যায়। দুই সপ্তাহ ব্যান্ডেজে মোড়ানো কনিষ্ঠ আঙুলে নিরাময় হয়েছে বেশ ভালই। শুকিয়েছে ক্ষত। তবে খেলায় ফিরতে কতদিন সময় লাগবে সেটি নির্দিষ্ট করে জানাননি অ্যাপোলো হাসপাতালের সার্জন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে তিনি পরামর্শ দিয়েছেন ধীরে ধীরে সাকিব আল হাসানকে স্বাভাবিক কার্যক্রমে ফেরাতে। লঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে সাকিবকে রাখা হলেও তাই অনিশ্চয়তা থাকছেই। কেননা আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ। সাকিবের সার্বিক অবস্থা বুঝেই পুনর্বাসন প্রক্রিয়ার রুটিন সাজাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মেডিকেল বিভাগ। আরও খবর: আইসিসির প্রথম নারী ডিরেক্টর ইন্দ্রা নুয়ি আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) শুরু হবে দলের অন্যতম সেরা তারকার পুনর্বাসন প্রক্রিয়া। তবে কনিষ্ঠ আঙুলে দশটি সেলাই পড়ার ধকল থাকায় ম্যাচ খেলানোর জন্য তাড়াহুড়ো করার পক্ষে নন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, সাকিব যখন ফিজিওথেরাপি ও এক্সারসাইজ নেয়া শুরু করবে, তখন বুঝতে পারব পাঁচদিন লাগবে না সাতদিন। দশটার মতো সেলাই পড়েছে, ক্ষত শুকালেও কবে বলের কাছে যেতে পারবে এ নিয়ে এখনই বলা যাচ্ছে না। ওকে নিয়ে কিছুটা ভয় আছে। নিজেকে আত্মবিশ্বাসী হতে হবে। অ্যাপোলোর ডাক্তার বলেছে আস্তে আস্তে ক্ষতের সঙ্গে মানিয়ে প্রোগ্রাম সাজাতে। আমরাও তাড়াহুড়ো করবো না। খেলানোর জন্য পুশ করব না। টি-টুয়েন্টি সিরিজে তাকে না পাওয়া মানে আরেকটি বড় ক্ষতি। আগামী ১৫ ও ১৮ ফেব্রুয়ারি হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ দুটি। সূত্র: বিডি২৪লাইভ আর/০৭:১৪/১১ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EhDsYx
February 11, 2018 at 02:01PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন