দুবাই, ২২ ফেব্রুয়ারি- হাঁটি হাঁটি পা পা করে তৃতীয় বছরে পা দিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। রাত পোহালেই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আলো ঝলমলে আয়োজনের মধ্যে দিয়ে পর্দা উঠবে পিএসএল-এর তৃতীয় আসরের। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি ও নবাগত মুলতান সুলতান্স। তার আগে তারকাখচিত পারফরম্যান্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের এক বর্ণাঢ্য আয়োজন করেছে কর্তৃপক্ষ। থাকছেন দেশি-বিদেশি গ্ল্যামার দুনিয়ার সেরা সব পারফর্মার। আসুন জেনে নেই কারা থাকছেন সেই আয়োজনে- উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে থাকছেন পাকিস্তানের কিংবদন্তি সুফি গায়িকা আবিদা পারভিন। তার সুরের মূর্ছনায় মুখরিত হবে দুবাইয়ের আকাশ। এছাড়া থাকছেন আমেরিকার বিখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও নৃত্যশিল্পী জেসন ডিরুলো। পিএসএল-এর উদ্বোধনী অনুষ্ঠান মুখরিত করতে থাকছেন আলি আজহার। শ্রোতাপ্রিয় এ শিল্পীর কণ্ঠে পিএসএল-এর থিম সং এরই মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া পাকিস্তানের পপ আইকন ও অধিকার কর্মী শেহজাদ রয়ও মাতাবেন উদ্বোধনী অনুষ্ঠান। দুবাইয়ের আলোকোজ্জ্বল রাত্রির উষ্ণতা বাড়াতে থাকছেন পাকিস্তানের জনপ্রিয় চলচ্চিত্র তারকা হেরমান ফারুক ও বেলাল আশরাফ। উৎসবমুখর রাতে হাজারো দর্শককে বিনোদিত করতে চেষ্টায় কোন ঘাটতি রাখেনি পিএসএল কর্তৃপক্ষ। সেই সাথে দুনিয়াকেও তারা পিএসএলের জাকজমক দেখাতে চাইছে। ভারতের জনপ্রিয় টিভি আইকন কপিল শর্মাকে নিয়ে একটি দর্শক শোর আয়োজন করেছে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। যার নাম ছিল জালমি নাইট উইথ কপিল শর্মা। আরও পড়ুন: শাড়িতে ভারতীয় নারীদের না! ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৫ মার্চ করাচিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ফাইনাল। মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে এ টুর্নামেন্টে। ফ্র্যাঞ্চাইজিগুলো হচ্ছে, পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স ও নবাগত মুলতান সুলতান্স। বর্তমান চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের অন্যতম সেরা দলে খেলছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও সাব্বির রহমান। বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের এই দলে খেলার কথা ছিল। কিন্তু ইনজুরির কারণে শুরুর দিকে খেলা হচ্ছে না তার। সাব্বির কিছু অংশ খেলবেন সাকিবের বদলে। এছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন মাহমুদউল্লহ রিয়াদ। আর বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। সূত্র: পরিবর্তন আর/১০:১৪/২১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Fkmru7
February 22, 2018 at 06:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top