ঘুসির ভয়ে পালালো চিতাবাঘ

লাটাগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ ঘুসি মেরে চিতা বাঘকে তাড়িয়ে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হলেন এক চা শ্রমিক। তবে গুরুতর আহত হয়েছেন তিনি। ওই চা শ্রমিকের নাম আলফান বাবলা(৪২)। বর্তমানে ওই চা-শ্রমিক মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন। সোমবার ঘটনাটি ঘটেছে লাটাগুড়ির জঙ্গল সংলগ্ন বড়দিঘি চা-বাগানে।

প্রতিদিনের মত এদিন আলফান বাবলা ওই চা বাগানের ৪৪ নম্বর সেকশনে কাজ করছিল। দুপুর ১২টা নাগাদ দশাসই চেহারার একটি চিতাবাঘ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ করে চিতার আক্রমণে হতভম্ব আলফান মাটিতে লুটিয়ে পড়ে। চিতাবাঘটিও তাকে বাগে পেয়ে তার মুখে কামড় বাসায়। তবে চিতার কাছে হার না মেনে আলফান খালি হাতেই ক্রমাগত ঘুসি চালাতে থাকে চিতা বাঘটির মুখে।  চিতার হামলায় আলফানের মুখ ক্ষতবিক্ষত হলেও আলফানের ঘুসির কাছে হার মানতে হয় চিতা বাঘটিকে। চিতাবাঘটি পালিয়ে যায় জঙ্গলে। পরে স্থানীয়রাই বনদপ্তরের সহযোগিতায় গুরুতর আহত আলফানকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। গরুমারা বন্যপ্রাণী বিভাগের সহকারী বনাধিকারিক রাজু সরকার জানান আহত ওই শ্রমিকের চিকিৎসার যাবতীয় খরচ বনদপ্তরের তরফে নেওয়া হবে।

সংবাদদাতাঃ শুভদীপ শর্মা

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EeXGBv

February 05, 2018 at 04:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top