মুখ্যসচিবকে মারলেন আপ বিধায়করা

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারিঃ  দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশকে শারীরিকভাবে হেনস্থা করেছেন আম আদমি পার্টির বিধায়করা। এমনই  অভিযোগ স্বয়ং মুখ্যসচিবের। তিনি জানিয়েছেন, সোমবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে  বৈঠকের সময় তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেন আপ বিধায়করা।  দলের তরফ থেকে এই অভিযোগ  অস্বীকার করা হলেও এর  প্রতিবাদে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি সরকারের সরকারি কর্মীরা।
দিল্লি অ্যাডমিনিস্ট্রেটিভ সাবঅর্ডিনেট সার্ভিসের সভাপতি  দীপক ভরদ্বাজ  জানিয়েছেন, ‘আমরা এখন থেকেই ধর্মঘটে যাচ্ছি। আমরা মুখ্যসচিবের পক্ষে। দোষীরা গ্রেপ্তার না-হওয়া পর্যন্ত আমরা কাজে যোগ দেব না।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ocIUly

February 20, 2018 at 05:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top