কলকাতা, ০১ ফেব্রুয়ারি- সামাজিক ক্ষেত্রে জোর দিতে এ বারের বাজেটে ঘোষিত হল দুটি নতুন প্রকল্পের। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র তাঁর বাজেট প্রস্তাবে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত ভাবনার বাস্তবায়ন হতে চলেছে এই দুই নতুন প্রকল্পের মাধ্যমে। একটি রূপশ্রী এবং অন্যটি মানবিক। রূপশ্রী প্রকল্পটির উদ্ভাবন কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর স্বার্থেই। কোনো পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হলে ১৮ বছরের পর মেয়ের বিবাহ দিতে ওই পরিবার ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্প থেকে। বছরে মোট ছলক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে সরকার বরাদ্দ করেছে ১৫০০ কোটি টাকা। আরও খবর: তৃণমূলে যোগ দিলেন নাকি আবদুল মান্নান! দ্বিতীয় প্রকল্প অর্থাৎ মানবিক হল সম্পূর্ণ ভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। সমাজের এই অংশটি আর্থিক বঞ্চনার শিকার হয়ে চলেছে বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী সমাজের এই অংশটির পাশে দাঁড়াতে একেবারে নিজস্ব পরিকল্পনায় নতুন মানবিক প্রকল্প চালু করলেন। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ২৫০ কোটি টাকা। শারীরিক ভাবে ৫০ শতাংশের বেশি প্রতিবন্ধীরা এই প্রকল্পের আওতায় পড়বেন। বছরে দুলক্ষ মানুষকে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। তথ্যসূত্র: খবর অনলাইন এআর/১০:৫৫/০১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2s0gEqE
February 01, 2018 at 04:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top