কলকাতা, ০৮ ফেব্রুয়ারি- ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজুকে সিআইডির ৭ অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য থানায় ডাকা হল৷ শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নেতাজি নগর থানায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷ গত ৫ ফেব্রুয়ারি থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজু৷ তাঁর অভিযোগ ছিল সিআইডির ৭ অফিসার বেআইনিভাবে তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছে৷ তাঁদের উপর অত্যাচার চালানো হয় বলেও অভিযোগ জানিয়েছেন ভারতী ঘোষের স্বামী৷ এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে আগামিকাল থানায় ডাকা হয়েছে৷ কেন তিনি সিআইডির বিরুদ্ধে অভিযোগ জানালেন, কার কার বিরুদ্ধে তাঁর অভিযোগ, তাঁর অভিযোগের ভিত্তি কী, এইসব পুলিশের পক্ষ থেকে জানতে চাওয়া হবে৷ বেলা সাড়ে বারোটা নাগাদ এম এ ভি রাজুর থানায় উপস্থিত হওয়ার কথা৷ এ প্রসঙ্গে উল্লেখ্য, গতকাল মাদুরদহের ফ্ল্যাটে রাতভোর তল্লাশি চালায় সিআইডি৷ আজ সকালেও চলছে তল্লাশি৷ আরও খবর: কথায় কথায় বনধ বরদাস্ত নয়, শিল্প আসবে পাহাড়ে কথা দিলেন মমতা গত বছরের শেষে ভারতী ঘোষকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের সিদ্ধান্তই চমকে দিয়েছিল সকলকে৷ তার পর থেকেই ভারতীকে ঘিরে নানা জল্পনা চলছে৷ সম্প্রতি তাঁর বিরুদ্ধে সিআইডি তদন্ত শুরু হওয়ার পরও সেই জল্পনা আরও বাড়ে৷ বিজেপির একটি বিশেষ সূত্রে জানা গিয়েছে, কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করতে চান ভারতী৷ যদিও এ বিষয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/২২:১২/০৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2C5k5Mv
February 09, 2018 at 04:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top