হাতিম আলী স্কুলে শহিদমিনার নির্মাণের ঘোষণা কাউন্সিলর আজাদের


সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেছেন, মাতৃভাষার জন্য বাঙালি ছাড়া পৃথিবীর আর কোন জাতি প্রাণ দিতে হয়নি। তাই বিশে^র বুকে বাংলা ভাষার মর্যাদা অনেক বেশি। এই ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে শহিদমিনার না থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন না। ভাষাশহিদের সম্মানে আগামী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে এ স্কুলে শহিদমিনার নির্মাণ করা হবে।

বুধবার স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজাদুর রহমান আজাদ এ কথা বলেন।

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোছাম্মৎ সালমা বেগমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবদুল মজিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হাফিজ নুরুজ্জমান, সুনিল রঞ্জন গোস্বামী, নুরুন নাহার চৌধুরী, সেলিনা পারভিন, হাসনা বেগম প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2onbxM0

February 22, 2018 at 04:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top