ঢাকা, ১০ ফেব্রুয়ারি- লাঞ্চের আগেই দুই উইকেট পড়ে গেল। তামিমের পর ইমরুল। ৩৩৯ রান যে অসম্ভব ব্যাপার, সেটা বুঝিয়ে দিয়ে দ্বিতীয় ওভারেই পেরেরার বলে এলবি হয়ে ফেরেন ওপেনার তামিম ইকবাল, ২ রানে। ইমরুল কায়েস ঠুকঠাক করে তুললেন ১৭ রান। এরপরই হেরাথের বলে বিদায়। ভালো ব্যাট করছেন প্রথম ইনিংসে রান আউটের শিকার মুমিনুল হক। তিনি রয়েছেন ৩১ রানে অপরাজিত। ১৪ ওভারে ২ উইকেটে ৫৭ রান নিয়ে লাঞ্চে গেছে স্বাগতিকরা। এখনও পিছিয়ে ২৮২ রানে। ৩৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ২২৬ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে ওই বিশাল টার্গেট দাঁড়ায়। প্রথম ইনিংসে তারা করেছিল ২২২। আর বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ১১০ রানে। ৮ উইকেটে ২০০ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনে অনেকটা পথ পাড়ি দিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান রোশেন সিলভা ও লাকমল। রোশেন ৫৮ ও ৭ রানে অপরাজিত ছিলেন লাকমল। শ্রীলঙ্কার শেষ দুই উইকেটে খেলে ফেললেন প্রায় ঘন্টা খানেক। আগের দিনের সঙ্গে যোগ হলো ২৬ রান। রোশেন অপরাজিত থাকলেন ৭০ রানে। আরও খবর:লাঞ্চের আগে ইমরুলের বিদায় বাংলাদেশের হয়ে আজকের দুটি উইকেটই নেন তাইজুল। এ ইনিংসে তার বোলিং ফিগার- ৭৬ রানে ৪ উইকেট। ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন মোস্তাফিজ। দুটি উইকেট পান মিরাজ। ৩৩৯ বিরাট রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। মিরপুরের বর্তমান উইকেটের চরিত্র ও অতীত রেকর্ড বলছে এই রান তাড়া করে যেতা সম্ভব নয়। দেশের মাটিতে সর্বোচ্চ মাত্র ১০১ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। আর দেশের বাইরে ২১৫। গত বছর শ্রীলঙ্কার মাটিতে ১৯৯ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। সূত্র: ঢাকাটাইমস২৪ এমএ/১১:৫৫/১০ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2H31RyM
February 10, 2018 at 05:57PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন