শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারিঃ গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন প্রধান বিমল গুরুংকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ দার্জিলিংয়ের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার। বলেন, ‘বিমল গুরুংকে এনকাউন্টার করে মেরে ফেলার চক্রান্ত চলছে।’ একইসঙ্গে তিনি জানিয়ে দেন, যতদিন তিনি দার্জিলিংয়ের সাংসদ আছেন ততদিন বিমল গুরুংকে আগলে রাখবেন।
কেন্দ্রীয় মন্ত্রী যে আড়াল থেকে বিমল গুরুংকে চালাচ্ছেন, দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস তেমন অভিযোগ জানাচ্ছিল। এমনকি পাহাড় থেকে সেনা প্রত্যাহারের ইশ্যুতে যখন রাজ্য ও কেন্দ্রের মধ্যে তুমুল বিতর্ক চলছিল তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আলুওয়ালিয়ার নাম উল্লেখ না করে এ ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। সেই পুরোনো অভিযোগের রেশ ধরে তৃণমূলের নেতা ও পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, ‘‘আমাদের দেশের সংবিধান, দেশের বিচার ব্যবস্থা কাউকে গুলি করে হত্যার অনুমোদন দেয় না। আলুওয়ালিয়া একজন প্রবীণ রাজনীতিবিদ। তাঁর এসব কথা সংবাদমাধ্যমকে না বলে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে তদন্ত করা উচিত।’
জিটিএ-র অস্থায়ী প্রধান বিনয় তামাং বলেছেন, ‘আলুওয়ালিয়া বিমল গুরুংকে আড়াল করার চেষ্টা করলেও কোনো লাভ হবে না। আইন আইনের পথেই চলবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2od3dyt
February 17, 2018 at 04:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন