সিলেট, ১৮ ফেব্রুয়ারি- প্রথম বারের মতো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।সিরিজ শেষ টি-২০ ম্যাচটিতে আরও একটি আলোচিত ঘটনার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।প্রথম বাংলাদেশি উইকেট রক্ষক হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০টি ডিসমিসাল করার মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় মুশফিক। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেট কিপার মুশফিক টি-২০তে ৬২ ম্যাচে ৪৮টি ডিসমিসাল করেন। সিলেটে আজ মাত্র ২টি ডিসমিসাল করতে পারেলে বিশ্বের পঞ্চম ও বাংলাদেশের প্রথম উইকেটকিপার হিসেবে ৫০টি ডিসমিসাল করার রেকর্ড গড়বেন মুশফিক। সাক্ষী হয়ে থাকবে অভিষিক্ত ভেনু সিলেট। এরআগে ভারতের সাবেক অধিনায়ক ধোনি, পাকিস্তানের কামরান আকমল, ওয়েস্ট ইন্ডিজের দীনেশ রামদিন ও আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ এই কীর্তি গড়েন। ৭৬ ডিসমিসাল করে সবার উপরে আছে ভারতের ক্যাপ্টেন কুল খ্যাত ধোনি। মুশফিকের ৪৮ ডিসমিসালের ২৩টি ক্যাচ ও ২৫টি স্টাম্পিং। এছাড়া তিনি ওডিআইতে ১৮৭টি ও টেস্টে ১১১টি ডিসমিসাল করে সবার বাংলাদেশিদের মধ্যে সবার উপরে তিনি। এমএ/১২:১৬/১৮ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2szoiIN
February 18, 2018 at 06:25PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন