নিজস্ব প্রতিবেদক :: সিলেটের লাক্কাতুড়ায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে আতিথ্য দিবে বাংলাদেশ। বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি। আগামীকালের ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যাস্ত সময় পার করছে হাতুরাসিংহের শ্রীলংকা দল।
আজ সকাল ১০টার দিকে শ্রীলংকা দল সিলেট বিভাগীয় স্টেডিয়াম পৌছে ঘাম ঝরাচ্ছেন তারা। দুপুর ১টা পর্যন্ত অনুশীলনে ব্যস্ত থাকবেন তারা।
এদিকে, আগামীকাল রবিবার বিকাল পাঁচটায় অনুষ্ঠিতব্য ওই ম্যাচকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হোটেল থেকে স্টেডিয়ামে অনুশীলনে যাওয়া আসার পথে তাদের বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে। আগামীকাল ম্যাচ খেলতে যাওয়ার জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলকে বিশেষ নিরাপত্তা প্রদান করা হবে। দল দুটির যাতায়াতের পথে থাকবে পুলিশের সশস্ত্র নজরদারি। তাদের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কগুলোতে বন্ধ করে দেয়া হবে যান চলাচল।
উল্লেখ্য, বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেট দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমেই পূর্ণতা পেতে যাচ্ছে ২০১৪ সালে উদ্বোধন হওয়া স্টেডিয়ামটি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sHLLYv
February 17, 2018 at 01:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন