৪০-এর অধিক তালিবান খতম

কান্দাহার , ১৪ ফেব্রুয়ারিঃ  আফগানিস্তানের কান্দাহার প্রদেশে বিমান হামলায় নিহত হয়েছে ৪০ এরও বেশি তালিবান জঙ্গি।

কান্দাহার পুলিশের কর্তা ঘোড়াজান আফ্রিদি জানান, ‘এই হামলার ফলে ৪৩ জন তালিবান জঙ্গি নিহত এবং ২0 জনেরও বেশি আহত হয়েছে।’ বিস্ফোরণের ফলে জঙ্গিদের বেশ কিছু গাড়ি ও মোটরসাইকেল ধ্বংস হয় এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তালিবানিদের কিছু অস্ত্র আটক করে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BvNQtk

February 14, 2018 at 06:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top