সিলেবাস অর্ধেক করছে এনসিইআরটি, ফিরছে পাশ-ফেল

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারিঃ স্কুলপড়ুয়াদের পড়াশোনার ভার কমাতে উদ্যোগী হল এনসিইআরটি। পরের বছর থেকেই বর্তমান সিলেবাসকে অর্ধেক করে দেওয়া হচ্ছে। শনিবার মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর এই ঘোষণা করেন। তিনি বলেন, স্কুল পড়ুয়াদের সিলেবাস এখন বিএ কিংবা বিকমের সিলেবাসের থেকেও বড়ো হয়ে গিয়েছে। তাই অন্যান্য সৃষ্টিশীল কাজেও যাতে পড়ুয়ারা নিজেদের যুক্ত করতে পারে, তার জন্যই সিলেবাস অর্ধেক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাভডেকর আরও জানিয়েছেন, পরীক্ষা ও পাশ-ফেল প্রথাকে ফিরিয়ে আনা হচ্ছে। এই নিয়ে বাজেট অধিবেশনের পরবর্তী অংশে সংসদে একটি বিলও নিয়ে আসা হচ্ছে। মন্ত্রী বলেন, পরীক্ষা না থাকলে কোনো  প্রতিযোগিতা বা লক্ষ্য থাকে না। ভালো ফলাফলের জন্য প্রতিযোগিতা থাকা অবশ্যই দরকার। তবে পাশ-ফেলের ক্ষেত্রে নিয়মে একটু বদল হচ্ছে। কোনো পড়ুয়া মার্চ মাসের পরীক্ষায় যদি অকৃতকার্য হয়, তাহলে সে মে মাসে আরেকবার সুযোগ পাবে পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু দ্বিতীয়বারের পরীক্ষাতেও সে অকৃতকার্য হলে সে ফেল হিসাবে বিবেচিত হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EUi1cb

February 25, 2018 at 12:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top