সিলেটে ছাত্রদলের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


সুরমা টাইমস ডেস্ক ঃঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার পর সিলেট নগরীর বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলের প্রায় ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এসআই অনুপ চৌধুরী বাদী হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় এ মামলা করেন বলে নিশ্চিত করেছেন থানার ওসি গৌছুল হোসেন।

তিনি বলেন, মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার পর নগরীর বন্দরবাজারে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫৫ রাউন্ড গুলি ছুঁড়ে পুলিশ। আটক করা হয় বিএনপির ৪ জন নেতাকর্মীকে। সংঘর্ষকালে পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nPg0I5

February 09, 2018 at 04:08PM
09 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top