গুলশানের কার্যালয়ে আজ বৈঠকে বিএনপি


সুরমা টাইমস ডেস্ক :: আইনজীবী নেতাদের সঙ্গে আজ শুক্রবার বিকেল ৫টায় বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি।দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বৈঠক ডেকেছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন ও মুক্তির জন্য বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার বিএনপি সমর্থিত পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির সিনিয়র নেতারা। রুদ্ধদ্বার এই বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এ মামলার অপর আসামি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয় আদালত। রায়ের পর পরই খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে রাখা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2C679KG

February 16, 2018 at 04:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top